‘দেশে করোনা সনাক্তে আতঙ্কিত হবেন না’

‘দেশে করোনা সনাক্তে আতঙ্কিত হবেন না’

অনলাইন ডেস্ক

দেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমজুড়ে অনেকেই আতঙ্ক প্রকাশ করছেন। এনিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

তিনি বলেন, হ্যাঁ, করোনায় আক্রান্তের খবরটি সঠিক। যতদূর জানতে পেরেছি আক্রান্ত তিনজন সুস্থ আছেন।

তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখনই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আক্রান্ত হলেই যে মৃত্যু হবে এমন নয়। আক্রান্তদের অধিকাংশই চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন, এ নিয়ে ভয়ের কিছু নেই।
তাই আমাদের সচেনতা বাড়াতে হবে। সবার প্রতি অনুরোধ আতঙ্কিত না হয়ে সচেতন হোন।

উল্লেখ্য, রোববার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, বাংলাদেশে প্রথম তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আরও তিনজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দুজন ইতালি ফেরত বাংলাদেশি রয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর