আকাশ থেকে পড়া আগুনের গোলা নেভাল দমকল বাহিনী!

আকাশ থেকে পড়া আগুনের গোলা নেভাল দমকল বাহিনী!

অনলাইন ডেস্ক

প্রবল বৃষ্টির মধ্যে আকাশ থেকে আগুনের গোলা ঝরে পড়ার ঘটনা ঘটেছে ভারতের গাজিয়াবাদে। এ ঘটনায় উত্তর প্রদেশের ওই এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়।

খবরে প্রকাশ, গত বুধবার প্রবল বৃষ্টির মধ্যেই আকাশ থেকে বিরাট একটি আগুনের গোলা ধেয়ে আসতে দেখা যায়। পরে গাজিয়াবাদ রেল স্টেশনের কাছে তা বিকট শব্দে আছড়ে পড়ে।

ঘটনার আকস্মিকতায় ভীতসন্ত্রস্ত্র হয়ে পড়ে এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ওই গোলাটি পরীক্ষার জন্য নিয়ে যায়।

ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় জ্বলন্ত গোলাটি নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। পাশাপাশি জেলা প্রশাসকের দপ্তরে ভূতত্ত্ববিদদের ঘটনাস্থলে আনিয়েও বস্তুটি পরীক্ষা করায়।

প্রাথমিক নিরীক্ষার পর ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, সোডিয়াম মৌল দিয়ে তৈরি আকাশ থেকে পরা ওই বস্তুতি পানির সংস্পর্শে এসেই জ্বলতে শুরু করে। বস্তুটির নমুনা লক্ষ্মৌয়ের ল্যাবে পাঠানো হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর