ব্যস্ত সময়ে গণপরিবহন ভ্রমণ করা থেকে বিরত থাকুন

ব্যস্ত সময়ে গণপরিবহন ভ্রমণ করা থেকে বিরত থাকুন

ডা. এম আর করিম রেজা

গণপরিবহন আধুনিক নগরের দৈনন্দিন জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু গণপরিবহনে যাতায়াতের সময় ভিড়ের কারণে কোভিড ১৯ (করোনা) সংক্রমণের বাড়তি ঝুঁকি রয়েছে। বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাস আতঙ্কে ঝুঁকি এড়িয়ে চলতে বড় শহরগুলোর গণপরিবহনে যাত্রী সংখ্যা ইতিমধ্যেই অনেক কমে গেছে।

বাস, ট্রেন ও ফেরি ইত্যাদি গণপরিবহনে ভ্রমণের সময় কিছু নিয়ম মেনে চললে সংক্রামণের ঝুঁকি থাকে না বললেই চলে।

একটি বিষয় মনে রাখতে হবে, সংক্রামক রোগের মহামারী প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় এবং সামাজিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতার বিকল্প নেই।

করণীয় :
১. যাত্রাশেষে দ্রুত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে ফেলুন।
২. সাথে বহন করা ব্যাগ বা অন্য যে কোনো জিনিস যদি যানবাহনের মেঝে বা অন্য কোনো অংশের সংস্পর্শে আসে তাহলে সেগুলোতে জীবাণুনাশক স্প্রে করুন বা ধুয়ে ফেলুন।
৩. ভ্রমণকালে মোবাইল ফোন বা অন্যান্য কিছু ব্যবহার করা থেকে বিরত থাকুন।


৪. ভ্রমণকালে কোনো খাবার গ্রহণ করবেন না।
৫. কেউ হাঁচি-কাশি দিলে নিরাপদ দূরত্বে অবস্থান নিন।
৬. সম্ভব হলে সকাল-সন্ধ্যার ব্যস্ত সময়ে গণপরিবহন ভ্রমণ করা থেকে বিরত থাকুন।

আসুন করোনা নিয়ে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত বা আতঙ্কিত না হয়ে বরং সচেতন হই এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করি।

লেখক: ইন্দোনেশিয়া প্রবাসী চিকিৎসক

(ফেসবুক থেকে সংগৃহীত)

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর