রিয়ালের হার, শীর্ষে রইল বার্সা

ছবি- সংগৃহীত

রিয়ালের হার, শীর্ষে রইল বার্সা

অনলাইন ডেস্ক

শনিবার রিয়াল সোসিওদাদের বিপক্ষে জয় পেয়েছিল বার্সেলোনা। লিওনেল মেসির একমাত্র গোলে পাওয়া এই জয়ের পর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় কাতালানরা।

স্প্যানিশ লা লিগায় রোববার রিয়াল বেটিসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই হারের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা হলো না জিনেদিন জিদানের শিষ্যদের।

 

বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে বেটিস। ঘরের মাঠে কয়েক দফা আক্রমণ চালানোর পর ৪০ মিনিটে সাইডনির গোলে এগিয়ে যায় রিয়াল বেটিস।  

যদিও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। প্রথমার্ধের অতিরিক্ত সময় করিম বেনজেমার স্পট কিকে সমতা ফেরে মাদ্রিদের দলটি।

 

দ্বিতীয়ার্ধে উভয় দল গতি বাড়ায়।   ম্যাচের ৮২ মিনিটে স্বাগতিকদের বদলি খেলোয়াড় ক্রিস্টিয়ান তেলো গড়ে দেন ব্যবধান। এরপর আর কোনওদলই জালের দেখা না পাওয়ায় ২-১ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল বেটিস।

২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে সবার অবস্থান লস ব্লাঙ্কোসদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল