করোনা: ঢাকায় ৫০০, জেলায় ১০০, উপজেলায় ৫০ বেড প্রস্তুত

করোনা: ঢাকায় ৫০০, জেলায় ১০০, উপজেলায় ৫০ বেড প্রস্তুত

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনা ভাইরাস মারাত্মক রোগ নয়, ছোঁয়াচে। এটি একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে।

সোমবার বিকেলে করোনা ভাইরাস নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা অনুরোধ করব ক্রিকেট ম্যাচে যেন সমাগম না হয়।

আমরা বুঝতেই পারছিলাম এটা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইরান বা কোরিয়ার মতো পরিস্থিতি যেন আমাদের না হয়, সেই বিষয়টি আমরা এড়িয়ে যেতে চাই।

করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ঢাকায় ৫০০ বেড প্রস্তুত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, জেলা পর্যায়ে ১০০ বেড এবং উপজেলা পর্যায়ে ৫০ বেড বা ২০ বেড প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, আমরা আশা করছি সার্বিক অবস্থা ভালো থাকবে।

আমাদের চিকিৎসা সরঞ্জমাদি প্রস্তুত রেখেছি। আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা গত জানুয়ারি মাস থেকে প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রস্তুতি সন্তুষ্ট। আমাদের সাধ্যমত চেষ্টা থাকবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাদের সিনডম নেই তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়নি। তাদের বলা হয়েছে আপনারা সেলফ কোয়ারেন্টাইনে থাকবেন। আর যাদের সিনডম আছে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর