করোনার কারণে ১৪২ ফ্লাইটের ৬৬টি বন্ধ করল বাংলাদেশ

করোনার কারণে ১৪২ ফ্লাইটের ৬৬টি বন্ধ করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের কারণে সংকট তৈরি হওয়ায় সারাবিশ্বে চালানো ১৪২টি ফ্লাইটের মধ্যে ৬৬টি বন্ধ করে দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

করোনা ভাইরাসের কারণে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিমানের এমডি মোকাব্বির হোসেন সোমবার বিবিসি বাংলাকে জানায়।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, কাতার সরকারের নিষেধাজ্ঞার কারণে আজ ৯ মার্চ থেকে দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসমূহ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাতিল করা হলো। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় যাত্রী সংকট তৈরি হওয়ায় সারা বিশ্বে চালানো ১৪২টি ফ্লাইটের মধ্যে ৬৬টি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ায় কুয়েত এবং কাতারে সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এবার আরো নয়টি রুটে ফ্লাইট কমিয়ে আনা হলো। এসব রুটের মধ্যে রয়েছে কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, কাঠমান্ডু, দিল্লি, কলকাতা, জেদ্দা ও মদিনা।

কতদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে এমন প্রশ্নে মোকাব্বির হোসাইন বলেন, কুয়েত আর কাতার যেহেতু নিজেরাই নিষেধাজ্ঞা দিয়েছে, তাই সেখানে তাদের কিছু করার নেই।

ওই দেশের সরকার নিষেধাজ্ঞা সরিয়ে নিলে তখন যোগাযোগ স্বাভাবিক হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর