মুজিববর্ষে খালেদা জিয়ার মুক্তি চেয়ে আবেদন

মুজিববর্ষে খালেদা জিয়ার মুক্তি চেয়ে আবেদন

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন হাইকোর্টের এক আইনজীবী।

মঙ্গলবার সকালে ডাকযোগে আইনজীবী ইউনূস আলী আকন্দ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই আবেদন পাঠান।

বিষয়টি ইউনূস আলী আকন্দ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স ও অসুস্থতার কথা বিবেচনা করে মুজিববর্ষে ১৭ মার্চ মানবিক কারণে সংবিধানের প্রস্তাবনা– ১১, ৪৮(৩), ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী তার দণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদন করেছি।

আবেদনের অনুলিপি স্বরাষ্ট্র ও আইন সচিবকেও পাঠানো হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে কারাবন্দি খালেদা জিয়া গত বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল