করোনা আতঙ্কে ভারতীয়কে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি

করোনা আতঙ্কে ভারতীয়কে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ঢুকতে চাওয়া সুভাস সরকার (৩০) নামে এক ভারতীয় নাগরকিকে ফেরত পাঠানো হয়েছে। করোনা ভাইরাস আতঙ্কে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাকে ফেরত পাঠান চেকপোস্টের মেডিকেল ডেস্কের সদস্যরা।

সুভার সরকার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের ভুবন-মধ্যনগর এলাকার বাসিন্দা। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার রামধরনগর গ্রামে তার আত্মীয়ের বাড়িতে যেতে চেয়েছিলেন।

আখাউড়া বন্দরের নো-ম্যান্সল্যান্ডে থাকা স্বাস্থ্য পরীক্ষার দল ওই ব্যক্তির শরীরে তাপমাত্রা বেশি নিরূপণ করে ভারতে ফেরত পাঠিয়ে দেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বলেন, করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা বেশি থাকা। বাংলাদেশের সিলেটের উদ্দেশ্যে আসা ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। সুস্থ হওয়ার পর বাংলাদেশে আসার পরামর্শ দেওয়া হয়েছে তাকে।

 

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর