মাদারীপুরের ২৯ জন কোয়ারেন্টাইনে

মাদারীপুরের ২৯ জন কোয়ারেন্টাইনে

বেলাল রিজভী, মাদারীপুর প্রতিনিধি

করোনা ভাইরাস প্রতিরোধে মাদারীপর সদর হাসপাতালের নতুন ভবনে একশ' শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের চারটি বেড প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এক ইতালি প্রবাসী সম্প্রতি মাদারীপুর আসেন।

এরপর করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দিলে তিনি আইইসিডিআরকে জানান। পরে তাকে ঢাকায় আইসোলেশনে রাখা হয়েছে।

এছাড়াও তিনি এলাকার যাদের সাথে যোগযোগ করেছেন এমন ২৯ জনতে চিহ্নিত করে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এসব নিয়ে আতঙ্কিত না হওয়ার অুনরোধ জানিয়েছেন মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম।

হাঁচি-কাঁশির সময় নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। এছাড়াও প্রয়োজন ছাড়া জনসমাগম না করার অনুরোধ করেন তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর