করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যু

ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের কর্ণাটকে ৭৬ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু বিষয়টি নিশ্চিত করেছেন ।

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী টুইট করে বলেন, কলবুর্গীর বাসিন্দা ৭৬ বছরের ওই বৃদ্ধ দুইদিন আগে মারা যান। সন্দেহ করা হয়েছিল তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।

পরীক্ষায় তার প্রমাণ মিলেছে। কলবুর্গীর বাসিন্দা ওই বৃদ্ধ গত ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে দেশে আসেন।  

হায়দরাবাদ বিমানবন্দরে তার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। কিন্তু সেই সময় তার দেহে সংক্রমণের কোনও লক্ষণ পাওয়া যায়নি।


ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা গেছেন।
দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এটিই প্রথম।

নিহত ওই ব্যক্তি সৌদি আরবে প্রায় এক মাস অবস্থানের পর গত ২৯ ফেব্রুয়ারি ভারতে ফেরেন। ফেরার সময় হায়দরাবাদ বিমানবন্দরে তার শরীরে করোনা পরীক্ষা হয়। সে সময় করোনাভাইরাসের কোনোও লক্ষণ তার শরীরে পাওয়া যায়নি।

এরপর মার্চের ৫ তারিখে জ্বর ও কাশি নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। জ্বর ছাড়াও অ্যাজমা, হাইপারটেনশনের মতো অন্যান্য শারীরিক রোগে ভুগছিলেন তিনি। তিন দিন পর তাকে হায়দরাবাদে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার শরীরে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়।

তবে ওই ব্যক্তির পরিবারের বিরুদ্ধে কর্তৃপক্ষের অভিযোগ, পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন আসার আগেই তাকে হাসপাতাল থেকে নিয়ে যায় পরিবারের লোকজন। সেসময় তারা ডাক্তারের পরামর্শ শোনেনি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল