‘১৭ কোটি মানুষ নয়, বিদেশফেরতরা ঘরে থাকবেন’

‘১৭ কোটি মানুষ নয়, বিদেশফেরতরা ঘরে থাকবেন’

অনলাইন ডেস্ক

১৭ কোটি মানুষকে নয় বরং যারা বিদেশফেরত তাদের ঘরে থাকতে বলেছি। শনিবার করোনা ভাইরান নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

‘‌দেশের ১৭ কোটি মানুষকেই ঘরে থাকতে হবে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে পরা এমন অপ্রচারের পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য দেন তিনি।

তিনি আরও বলেন, দেশে করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এতে সবার ফলাফলই নেগেটিভ এসেছে।

তিনি আরও তথ্য দেন, গত ২৪ ঘণ্টায় ৩৬৮৫টি ফোন আসে এবং ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর