সেই সাংবাদিককে ১ বছরের জেল দিল ভ্রাম্যমাণ আদালত

সেই সাংবাদিককে ১ বছরের জেল দিল ভ্রাম্যমাণ আদালত

অনলাইন ডেস্ক

বাড়িতে ‘মদ ও গাঁজা পাওয়া গেছে’ অভিযোগ এনে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া সেই সাংবাদিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রাত সাড়ে ১২টার দিকে ভোকেশনাল মোড় এলাকার বাড়িতে অভিযান চালানো হয়।  

ওই সাংবাদিককে আটকের তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন।

দণ্ডপ্রাপ্ত সাংবাদিক আরিফুল ইসলাম (৩৬) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর কুড়িগ্রাম প্রতিনিধি।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তার বাড়িতে এক বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়া যায় বলে জানিয়েছেন সুলতানা পারভীন।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ডিসি অফিসের দুই-তিন জন ম্যাজিস্ট্রেট ১৫-১৬ জন আনসার সদস্যকে নিয়ে দরজা ভেঙে তার বাসায় প্রবেশ করে। এ সময় আরিফুলের বাসায় আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে দাবি করেন তারা। পরে সাংবাদিক আরিফেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

কুড়িগ্রাম কারাগারের জেলার লুৎফর রহমান সাংবাদিক আরিফের এক বছরের সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সাংবাদিক আরিফুল ইসলামের স্ত্রী মোস্তারিমা সরদার নিতু অভিযোগ করে বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে আমাদের বাড়ির গেটে ধাক্কাধাক্কির শব্দ শুরু হয়। আমরা জানতে চাই, কারা ধাক্কাচ্ছে। এসময় বলা হয়, দরজা খুলুন, না হয় ভেঙে ফেলা হবে। এসময় আমার স্বামী কুড়িগ্রাম সদর থানার ওসিকে ফোন করলে তিনি বলেন, থানা থেকে কোনও পুলিশ সেখানে যায়নি, কারা গেছে বিষয়টি তিনি দেখছেন। এর মধ্যেই তারা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। ঢুকেই মারতে শুরু করে আরিফকে। আমার স্বামী ও আমি জানতে চাই আপনারা কারা, কেন মারছেন। এসময় তারা আরিফকে তুই অনেক জ্বালাচ্ছিস−এই কথা বলেই মারধর শুরু করে। মারতে মারতে তাকে নিয়ে যায়। তাকে একটা শার্ট পরারও সময় দেওয়া হয়নি। মাত্র পাঁচ-সাত মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে যায়। বাসায় কোনও তল্লাশি অভিযানও চালানো হয়নি। অথচ দাবি করা হয়েছে তার কাছে মদ ও গাঁজা পেয়েছে। ’

তিনি আরও জানান, ‘বাড়িতে প্রবেশ করা ৭/৮ জন আনসার বাহিনীর পোশাক পরা ছিল। এছাড়া বাইরে আরও ৪০ থেকে ৫০ জন দাঁড়িয়েছিল। আশপাশের লোকজন যাতে বাইরে বেরুতে না পারে সেজন্য প্রতিটি বাড়ির গেটের সামনে ২/৪ জন করে দাঁড়িয়েছিল। ’

তিনি বলেন, ‘এই ঘটনার সময় বাড়িতে আমার স্বামী, আমি আর আমার দুই শিশু সন্তান ছাড়া আর কেউ ছিল না। তাকে ধরে নিয়ে যাওয়ার পর এডিশনাল এসপি ও ওসি সাহেব আমাদের বাসা পরিদর্শন করেছেন। তারা বলেছেন, এ বিষয়ে কিছুই জানেন না। ’

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব বলেন, ‘যে মানুষকে কোনোদিন ধূমপান করতে দেখিনি, তার বাড়ি থেকে মাদকদ্রব্য পাওয়ার ঘটনা অবিশ্বাস্য। আমরা তার জামিন নয়, নিঃশর্ত মুক্তি চাই। ’

আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরিফুল ইসলামের মুক্তি চেয়েছেন তিনি। না হলে কঠোর আন্দোলন করারও ঘোষণা দিয়েছেন।

এদিকে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এক যৌথ বিবৃতিতে আরিফুলকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে জেলে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিবৃতিতে নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও রিপোর্টার আল-আমীনের মামলা সাংবাদিক সমাজের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। এছাড়া বেশ কয়েকদিন যাবত সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজ থাকলেও তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য না পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক সমাজ। সর্বশেষ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাসভবন থেকে একটি মহল তুলে নিয়ে সাংবাদিকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)