ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী

সোহাগ জামান, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পল্লীকবি জসীমউদ্দীনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (১৪মার্চ) শনিবার সকালে কবির অম্বিকাপুস্থ বাড়িতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।   

সকাল ৮টায় কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

কবির প্রতিষ্ঠিত আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ফরিদপুর সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ শ্রদ্ধায় অংশ নেয়।

এসময় কবির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে কবির বাড়ির আঙিনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন- জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, মুসলিম মিশনের সাধারণ সম্পাদক প্রফেসর এম এ সামাদ, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহজাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা।   
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৪ মার্চ পল্লীকবি জসীমউদ্দীন ঢাকায় ইন্তেকাল করেন। পরে তাকে তার নিজ জেলা ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈত্রিক বাড়ির আঙিনায় ডালিম গাছের তলায় দাফন করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর