করোনা ভাইরাস: সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

ফাইল ছবি

করোনা ভাইরাস: সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস থেকে রক্ষায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান, নৌ-বন্দর, বিমান বন্দর ও স্থল বন্দর বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ রোববার (১৫ মার্চ) অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিটটি দায়ের করেন।

আগামীকাল সোমবার (১৬ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

গেল ৮ মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। পরে শনিবার (১৪ মার্চ) রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলন করে জানান, দেশে আরও দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল