করোনা আতঙ্কে দেশের সব খেলাধুলা বন্ধ

করোনা আতঙ্কে দেশের সব খেলাধুলা বন্ধ

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস আতঙ্কে ঘরোয়া খেলাধুলাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আজ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে সব ফেডারেশনগুলোকে নিয়ে সভায় বসেছিলেন। সভা শেষে মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

এর মানে সাত ভেন্যুতে চলমান প্রিমিয়ার ফুটবল লিগ, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও বন্ধ হয়ে যাবে।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর জানান, ‘মন্ত্রী বিশ্বের বিরাজমান পরিস্থিতির কারণে সব খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি কোনো তারিখ উল্লেখ করেননি। আপাতত সব খেলা তাই বন্ধ থাকবে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর