মালয়েশিয়ায় মসজিদে সব ধরনের কার্যক্রম স্থগিত, আক্রান্ত ৫৫৩

মালয়েশিয়ায় মসজিদে সব ধরনের কার্যক্রম স্থগিত, আক্রান্ত ৫৫৩

শাহাদাত হোসেন, মালয়েশিয়া থেকে

এশিয়ার অর্থনৈতিক দেশ মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন। করোনা ভাইরাসের প্রভাবে দেশটির সব ধরনের অ্যাক্টিভিটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে ১৭ মার্চ থেকে ১০ দিনের জন্য সেদেশের সব মসজিদে সব ধরনের কার্যক্রম বন্ধ করতে ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অধিদপ্তরের (ধর্ম বিষয়ক) মন্ত্রী দাতুক ডা জুলকিফলি মোহাম্মদ আল বাকরি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

সোমবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা আদহাম বাবা সাংবাদিকদের জানান, সম্প্রতি পেতালিংজায়া মসজিদে তাবলীগে যোগদানের মধ্যে ৯৫ জনকে করোনায় আক্রান্তের রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫৩ জন।

তিনি আরো বলেন, আমরা সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।

এদিকে করোনা ভাইরাস এবং করোনিয় বিষয়ে সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর