করোনা আতঙ্কে খুলনায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ

করোনা আতঙ্কে খুলনায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের ১৮ মার্চ বেলা ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ সকাল দশটায় পুনরায় হলসমূহ খুলে দেওয়া হবে এবং ১ এপ্রিল থেকে শিক্ষাকার্যক্রম চালু হবে।

এছাড়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯ মার্চ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)