কাশ্মীরে ভারত-পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলি, নিহত ৪

কাশ্মীরে ভারত-পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলি, নিহত ৪

অনলাইন ডেস্ক

কাশ্মীরে আবারও গুলির লড়াই শুরু করেছে ভারত ও পাকিস্তান। জম্মু-কাশ্মীরের মেন্ধর ও মানকোট সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে এই গোলাগুলি শুরু হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে এই গোলাগুলি শুরু হয়েছে বলে জানা গেছে।

গত রোববার সকাল থেকে উত্তপ্ত হয়েছিল জম্মু ও কাশ্মীর।

টানা গুলির লড়াইয়ের পর চার জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় সেনা।
পুলিশ জানিয়েছে, চারজনের মধ্যে একজন জঙ্গি পাকিস্তানের মদতপুষ্ট হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত আছেন বলেই জানা গেছে। অন্যদিকে বাকি তিনজন লস্কর-এ-তৈয়্যেবার সঙ্গে যুক্ত।  

স্থানীয় পুলিশ সুত্রে জানা গেছে, ভারতীয় সেনা গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায়।

এ সময় জঙ্গিরা পালানোর চেষ্টা করে। ফলে গোটা এলাকা ঘিরে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কাশ্মীরের অনন্তনাগ জেলার দয়ালগাম এলাকায় আচমকা গুলির শব্দ শুনে চমকে ওঠেন ওই এলাকার বাসিন্দারা। নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াইকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

 সূত্র: কলকাতা২৪

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল