করোনায় সাবেক আ.লীগ নেতার মৃত্যু

করোনায় সাবেক আ.লীগ নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ‍যুক্তরাজ্যে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মাহমুদুর রহমান (৭০)। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন।

সোমবার সকালে লন্ডনের গ্রেট অরমন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মাহমুদুর রহমান যুক্তরাজ্যে সফররত ছিলেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে আরো দুই বাংলাদেশি মারা যান। এ নিয়ে মোট বাংলাদেশির মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনজনে।

সূত্র জানায়, মাহমুদুর রহমান দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

পরে অসুস্থ অবস্থায় লন্ডনের ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার বাড়ি মৌলভীবাজার জেলার বরমান এলাকায়। তার এক ছেলে লন্ডনে বসবাস করছেন। আরেক ছেলে বাংলাদেশে।

জানা গেছে, মাহমুদুর রহমান গত বছর তার ব্রিটেন প্রবাসী ছেলের মেয়ের (নাতনী) বিয়েতে যান। এরপর তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমুদ্র ভ্রমণে (বর্নমাউথ সমুদ্র সৈকতে) যান। সেখান থেকে ফেরার পরপরই তিনি ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। এ আওয়ামী লীগ নেতা মাহমুদ ট্রাভেলসের স্বত্বাধিকারী ছিলেন।

উল্লেখ্য, এর আগে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ও টাওয়ার হ্যামলেটসের দুই বাংলাদেশির মৃত্যু হয়। তাদের একজনের বয়স ৬০ অন্যজনের ৬৬। করোনায় যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৫৫ জন মারা গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর