মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু

মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় করোন ভাইরাসে আক্তান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৩ জনে।

মালয়েশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বিবৃতিতে জানিয়েছে, মালয়েশিয়ার সারাওয়াক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টায় ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।

তিনি সারাওয়াকের কুচিং এমানুয়েল ব্যাপটিস্ট চার্চের যাজক ছিলেন। তবে তিনি কীভাবে আক্রান্ত হয়েছিলেন তা এখনও তদন্তাধীন রয়েছে। তার সংস্পর্শে আসা ১৯৩ জনকে নিজ নিজ বাড়িতে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

করোনায় মৃত আরেকজন শ্রী পেতালিং তাবলীগ জামাতে অংশ নেওয়া ৩৪ বছর বয়সী ব্যক্তি।

গত কয়েক দিন আগে তার শরীরে করোনা ধরা পড়ে। জহুরবারু পারমাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১২ মার্চ তার অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যুবরণ করেন।

মালয়েশিয়ায় ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ৬৭৩ জন আক্রান্তের মধ্যে ৪৫ জন সারাওয়াকের বাসিন্দা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী ‘লকডাউন’ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।

মালয়েশিয়া করোনা ভাইরাসে বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া যায়নি আগামীকাল থেকে ৩১ মার্চ পর্যন্ত মালয়েশিয়া সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশন চলতি মাসের ৩১তারিখ পর্যন্ত কনস্যুলার সেবা স্থগিত করেছেন। বিমান বাংলাদেশ, মালিন্দ এয়ারলাইনস  ঢাকা-কুয়ালালামপুর এর সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর