সিরাজগঞ্জে নির্মাণাধীন গেটের ছাদ ধসে নিহত ৪

সিরাজগঞ্জে নির্মাণাধীন গেটের ছাদ ধসে নিহত ৪

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা শহীদ এম. মুনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে সাতজন।

মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।  

নিহতরা হলো- উপজেলার গাবর গ্রামের মৃত জাহারুল্লার ছেলে তোজাম (৫৫), বস্তুল গ্রামের সুলতান হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (৩০) ও বগুড়ার শেরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১২)।

অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

ওসি জানান, প্রতি মঙ্গলবার গুলটা কলেজ চত্বরে হাট বসে। হাটের দিন হওয়ায় গেটের সামনে লোকজন জড়ো হয়েছিল। বিকেল চারটার দিকে হঠাৎ নির্মাণাধীন গেট ধসে লোকজনের উপর পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই শিশুসহ চারজন মারা যায়। আহত হয় অন্তত সাতজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে।

কলেজের প্রভাষক আবুল বাসার জানিয়েছেন, কলেজ অধ্যক্ষ একক সিদ্ধান্ত নিয়ে নিম্মমানের সামগ্রী ব্যবহার করে গেটটি নির্মাণ করায় এ দুর্ঘটনা ঘটেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর