কোয়ারেন্টাইন ছেড়ে ঘোরাঘুরি, ইতালিফেরতে যুবককে জরিমানা

কোয়ারেন্টাইন ছেড়ে ঘোরাঘুরি, ইতালিফেরতে যুবককে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থেকে ঘোরাঘুরি করায় সাগর মন্ডল নামে এক ইতালী প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭মার্চ) সন্ধায় শরীয়তপুর সদর উপজেলার ‌প্রেমতলা এলাকায় তাকে প্রকা‌শ্যে চলা‌ফেরা করার দা‌য়ে এ জারিমানা করা হয়।

জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুর রহমানশেখ।

ওই প্রবাসী ন‌ড়িয়া উপজেলার লোনসিং গ্রামের শা‌ন্তি মন্ড‌লের ছে‌লে।

তিনি গত ১৪মার্চ ইতালী থে‌কে দেশে ফি‌রে বা‌ড়ি‌ না থে‌কে আত্মীয়ের বাড়ি প্রেমতলায় এলাকায় যান।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুর রহমান শেখ জানান, যে সব প্রবাসী সম্প্রতি দে‌শে এসেছেন তাদের সরকারি নির্দেশে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। কিন্তু ১৪ দিন না থে‌কে ওই ইতালী প্রবাসী বন্ধুদের সঙ্গে পালং উত্তরবাজার ও ‌প্রেমতলা এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

তাকে নজরদারীতে রাখা হয়েছে, ১৪ দিন যেন হোম কোয়ারেন্টাইনে থাকেন। এ সময় পালং মডেল থানা-পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন।

উ‌ল্লেখ্য, শরীয়তপু‌র জেলায় মোট ২১০ জন প্রবা‌সীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হ‌য়ে‌ছে। এরআ‌গে গতকাল সোমবার হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক সৌ‌দি প্রবাসী‌কে ৫হাজার টাকা জ‌রিমানা ক‌রে ভ্রাম্যমাণ আদালত।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর