করোনায় আক্রান্ত দুই মার্কিন সাংসদ

করোনায় আক্রান্ত দুই মার্কিন সাংসদ

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে দু'জন সাংসদ করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ ঘটনার জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। করোনা আক্রান্ত সাংসদরা হলেন- বেন ম্যাকঅ্যাডামস এবং অন্যজন ডি-উটাহ।

৪৫ বছর বয়সী ম্যাকঅ্যাডামস জানান, ওয়াশিংটন থেকে ফেরার পর গত শনিবার থেকে তার মধ্যে হালকা লক্ষণ দেখা দেয়।

ডাক্তারের সঙ্গে আলাপের পর নিজের থেকেই তিনি বাড়িতে আলাদা হয়ে থাকতে শুরু করেন। পরে পরীক্ষা করে দেখে করোনা শনাক্ত হয়েছেন। ম্যাকঅ্যাডামসের পরপরই করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ডি-উটাহ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি ত্রাণ তহবিলে স্বাক্ষর করেছেন।

কয়েক বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে করোনাভাইরাস মোকাবেলায়।

জানা গেছে, যারা কর্ম হারিয়ে ঘরে বসে আছেন, যারা কোয়ারেনটাইনে আছেন, যাদের স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে ঘরে বসে সময় পার করতে হচ্ছে- তাদের সবাইকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

নিউজ টোয়েন্টিফোর/ তৌহিদ