জনতা কারফিউ জারি করেছে ভারত

জনতা কারফিউ জারি করেছে ভারত

অনলাইন ডেস্ক

আগামী রোববার (২২ মার্চ) সকাল ৭টা থেকে রাত ৯ট পর্যন্ত জনতা কারফিউ জারি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাস ঠেকাতে দেশের নাগরিকদের এই কারফিউ মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, করোনাকে আন্তর্জাতিক সংকট এবং পরবর্তী ভারতসহ গোটা বিশ্বে অর্থনৈতিক সঙ্কট তৈরির জন্য প্রস্তুত থাকতে হবে।

নরেন্দ্র মোদি বলেন, এই জনতার কারফিউ পালনের আগে এখন থেকেই প্রত্যেক ব্যক্তি ন্যূনতম ১০ জনকে ফোন করে এই বার্তা প্রেরণ করবেন এবং তাদেরও এই কারফিউতে শরিক হওয়ার আহ্বান জানাবেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস যে পরিমাণ সংকট গোটা বিশ্বে ছড়িয়েছে, যেখানে দাঁড়িয়ে প্রতিবেশী কোনো দেশ কিংবা এক দেশ অন্য দেশকে সাহায্য পর্যন্ত করতে পারছে না। কারণ প্রত্যেকটি দেশেই করোনা সংকটে ভুগছে। তাই ভারতীয় প্রত্যেক নাগরিককে তিনি করোনা ভাইরাস মোকাবেলায় এই জনতা কারফিউ পালনের মাধ্যমে দেশজুড়ে সচেতনতা তৈরীর আহবান করেন।

ভারতে বেশ কয়েকদিন ধরে করোনা পরিস্থিতি অবনতির দিকে। দেশটিতে এ পর্যন্ত ১৭১ জন ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল