৩০ কেজি ওজনের বস্তুটি উড়ে আসে শিপইয়ার্ড থেকে

৩০ কেজি ওজনের বস্তুটি উড়ে আসে শিপইয়ার্ড থেকে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ কেজি ওজনের ধাতব বস্তুটি আকাশ থেকে পড়েনি, সেটি পাশের একটি শিপইয়ার্ড থেকে এসেছে। ওই শিপইয়ার্ডের একটি ক্রেনের ভাঙা অংশ ওই ধাতব বস্তুটি। স্থানীয় প্রশাসন সূত্রে এটি জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ধাতব বস্তুটি আকাশ থেকে নয়, পার্শ্ববর্তী ফেরদৌস স্টিল করপোরেশন নামের একটি শিপইয়ার্ড থেকে ছিটকে এসে পড়েছে।

ওই এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়।

সীতাকুণ্ডের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানি সাহা জানিয়েছেন, স্থানীয় চেয়ারম্যান ও ফেরদৌস স্টিল করপোরেশনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে কয়েকটি শিপইয়ার্ড রয়েছে। সেখানে নিয়মিত জাহাজ ভাঙা হয়।

বস্তুটি শিপইয়ার্ড থেকে এসেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এর আগে এমন ছোটখাটো ঘটনা ঘটলেও এবারই প্রথম প্রায় ৩০ কেজি ওজনের এই বস্তুটি উড়ে এসেছে।

শনিবার দুপুর ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের মিত্র বাড়ির পাশেই ধাতব বস্তুটি এসে পড়ে। করোনা আতঙ্কের মাঝে নতুন করে এ ঘটনা পুরো জেলায় চাঞ্চল্য সৃষ্টি করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর