করোনার যাত্রী সন্দেহে বিমান থেকে পাইলটের ঝাঁপ!

করোনার যাত্রী সন্দেহে বিমান থেকে পাইলটের ঝাঁপ!

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাস আতঙ্কে এয়ার এশিয়ার একটি বিমানে ঘটল অন্যরকম ঘটনা।   গত শুক্রবার পুনে থেকে দিল্লিগামী ওই বিমানে এক করোনা ভাইরাসে আক্রান্ত যাত্রী আছে এমন কথা ওঠে। তাৎক্ষণিক আতঙ্কে এক পাইলট জানালা দিয়ে ঝাঁপ দিয়ে পলিয়ে গেছেন।

ভারতে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা, বিভিন্ন রাজ্যে লকডাউন পরিস্থিতি চলছে।

এয়ার এশিয়ার যে বিমানটি তিনি চালাচ্ছেন তাতেই সওয়ার হয়েছেন এমন এক যাত্রী যার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে, তা জানার পরই ঘাবড়ে যান পাইলট। ভয় পেয়ে গেছিলেন ওই বিমানে সওয়ার অন্য যাত্রী এবং বিমানের অন্য কর্মীরাও। কিন্তু পাইলট যা করলেন তা নজিরবিহীন।

বিমানটি অবতরণের পর তার সাধারণ দরজা দিয়ে না বেরিয়ে পাইলট-ইন-কমান্ড বেছে নিলেন ককপিটের ‌‘সেকেন্ড এক্সিট’ অর্থাৎ দ্বিতীয় দরজা দিয়ে রীতিমতো বাইরে ঝাঁপ দিলেন তিনি।

ভারতে করোনা ভাইরাসে এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে আক্রান্ত দাঁড়িয়েছে ৩৯৬ জনে। রোববার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৮১ জন।

সূত্র: এনডিটিভি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর