করোনা আতঙ্কে মোংলা থেকে ভারতগামী নৌ চলাচল বন্ধ

করোনা আতঙ্কে মোংলা থেকে ভারতগামী নৌ চলাচল বন্ধ

শেখ আহসানুল করিম, বাগেরহাট

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আর্ন্তজাতিক সমুদ্র বন্দর মোংলা থেকে ভারতগামী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে বাংলাদেশ-ভারত আর্ন্তজাতিক নৌ-প্রটোকলভুক্ত মোংলা-ঘাষিয়াখালী অভ্যন্তরীণ চ্যানেল দিয়ে ভারতের কলকাতা, বজবজ ও হলদিয়া বন্দরগামী রুটে প্রায় ৩শ’ কার্গো ও কোস্টার জাহাজ চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ নৌযান

শ্রমিক ফেডারেশন। আগামী ৩১ মার্চ পর্যন্ত আর্ন্তজাতিক এ নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজে নিয়োজিত রয়েছে সকল নৌযানগুলো।

মোংলা বন্দর কর্তপক্ষ ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম মুঠোফোনে জানান, বিআইডব্লিউটিএ’র নির্দেশনা মোতাবেক আপাতত ভারতের কলকাতা, বজবজ ও হলদিয়া বন্দরগামী নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে পরবর্তী নিদের্শনা না পাওয়া পর্যন্ত মোংলা ও চট্টগ্রাম বন্দরসহ অভ্যন্তরীণ অন্যান্য জায়গায় কার্গো, কোস্টার ও ট্যাংকার চলাচল স্বাভাবিক থাকবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর