খালেদার মুক্তি ‘সরকারের শুভবুদ্ধির উদয়’: রিজভী

খালেদার মুক্তি ‘সরকারের শুভবুদ্ধির উদয়’: রিজভী

অনলাইন ডেস্ক

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে ‌‘সরকারের শুভবুদ্ধির উদয়’ বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে বিএনপির নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধও জানিয়েছেন তিনি।

তিনি আজ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন।

দেশবাসীর কাছে তিনি খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

 

সম্পর্কিত খবর