টরন্টো ইউনিভার্সিটির শিক্ষার্থী সংসদের প্রেসিডেন্ট হলেন মুনতাকা

টরন্টো ইউনিভার্সিটির শিক্ষার্থী সংসদের প্রেসিডেন্ট হলেন মুনতাকা

অনলাইন ডেস্ক

কানাডায় ইউনিভার্সিটি অব টরন্টোর শিক্ষার্থী সংসদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী মুনতাকা আহমেদ। নিকটতম প্রতিদ্বন্ধির চেয়ে ১৫৬ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৭১৭ । আগামী ২০২০-২০২১ মেয়াদের জন্য তিনি ইউনিভার্সিটি অব টরন্টোর শিক্ষার্থীদের নেতৃত্ব দেবেন।

বিজয়ী ঘোষিত হওয়ার পর ফেসবুকে আজ বৃহস্পতিবার মুনতাকা আহমেদ লিখেছেন, এখনো বিশ্বাস হচ্ছে না। প্রেসিডেন্ট হিসেবে নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমি খুবই কৃতজ্ঞ। সমর্থন, শুভকামনা ও শুভেচ্ছাবার্তার জন্য সবাইকে ধন্যবাদ।

ইমিউনোলোজি এবং হেল্থ অ্যান্ড ডিসিজ- দুই বিষয়ে মেজর নিয়ে তৃতীয় বর্ষের ছাত্রী মুনতাকা এর আগে ইউনিভার্সিটিতে নানা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তার বাবা টরন্টোয় বাংলাদেশ কনসাল জেনারেল নাইমউদ্দিন আহমেদ।

সূত্র: নতুনদেশ ডটকম

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল