যুক্তরাজ্যে করোনায় প্রতি ১৩ মিনিটে একজনের মৃত্যু

যুক্তরাজ্যে করোনায় প্রতি ১৩ মিনিটে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে প্রতি ১৩ মিনিটে একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হচ্ছে। দেশটিতে প্রথমবারের মতো মৃতের সংখ্যা ১০০ পার হওয়ার পর এমন তথ্য সামনে এলো। খবর দ্য মিররের।

বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকার জানায়, বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৩৩ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাজ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর দেশটিতে এখন পর্যন্ত ৫৭৮ জনের মৃত্যু হলো। আর কভিড-19 নামের ভাইরাসে আক্রান্ত হয়েছে সাড়ে ১১ হাজারের বেশি মানুষ।

ব্রিটেনের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এনএইচএস হাসপাতালগুলোর চার হাজার ৩০০ বিছানার সবগুলোই এখন করোনা রোগীতে ভরা। আর সেখানকার ডাক্তার, নার্স ও অন্যান্য মেডিকেল কর্মীরা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।

এদিকে যুক্তরাজ্যজুড়ে লকডাউন অমান্যকারী মোটরচালকদের ধরতে রাস্তায় প্রতিবন্ধক দেয়া হয়েছে। এছাড়া চালকরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে তাদের জরিমানা করছে পুলিশ।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল