পিপিই তৈরি করছে নাইকি

পিপিই তৈরি করছে নাইকি

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবাকর্মীদের নিজেদের সুরক্ষা সরঞ্জামের (পিপিই) ঘাটতি দেখা দিয়েছে। পিপিই ঘাটতি পূরণে এবার কাজ করার কথা জানাল বিশ্বব্যাপী খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি ইনকর্পোরেশন।

নাইকি ঘোষণা দিয়েছে, শুরুতে তারা স্বাস্থ্যসেবাকর্মীদের জন্য মাস্ক এবং অন্যান্য সুরক্ষা পোশাক তৈরি করবে।

নাইকির প্রধান নির্বাহী কর্মকর্তা জন ডোনাহোয়ে বলেন, নাইকির মতো অন্যান্য প্রতিষ্ঠানেরও উচিত নিজেদের এগিয়ে আসা।

তিনি আরো বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে এবং স্বাস্থ্যসেবাকর্মীদের সুরক্ষা দিতে আমরা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। এর অংশ হিসেবে শুরুতের মাস্ক এবং অন্যান্য সুরক্ষা পোশাক তৈরি করা হবে।

জানা গেছে, বিশ্বব্যাপী করোনা মোকাবেলায় ১৫ মিলিয়ন ডলার ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে নাইকি। করোনা মোকাবেলায় জাতিসংঘের কোভিড-১৯ সোলিডারিটি রেসপন্স ফান্ডে এক মিলিয়ন ডলার দিয়েছে প্রতিষ্ঠানটি।

নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর