আক্রান্ত ছয় লাখ, ভ্যাকসিন পেতে লাগবে এক-দেড় বছর

আক্রান্ত ছয় লাখ, ভ্যাকসিন পেতে লাগবে এক-দেড় বছর

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার সাতশ ২৩ জনে। তার মধ্যে ২৭ হাজার তিনশ ৫২ জনের মৃত্যু হয়েছে। অবশ্য আক্রান্তের পর সুস্থ হয়েছেন এক লাখ ৩৩ হাজার তিনশ ৫৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়ে চিকিৎসাধীন থাকা বিশ্বব্যাপী ২৩ হাজার তিনশ ২৩ জনের অবস্থা গুরুতর।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভ্যাকসিন আসতে এখনো ১২ থেকে ১৮ মাস সময় লাগবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান টেডরস আডহানম চিকিৎসকদের অনুরোধ জানান, অন্যান্য উপসর্গ দেখে যেন চিকিৎসা দিয়ে মানুষের জীবন বাঁচানো হয়।

বিশ্বব্যাপী বিশাল সখ্যক মানুষের মৃত্যুকে মর্মান্তিক সংখ্যা হিসেবেও উল্লেখ করেছেন ডাব্লিউএইচও'র প্রধান।

নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ

সম্পর্কিত খবর