করোনায় আক্রান্ত প্রথম নারী যা বললেল

করোনায় আক্রান্ত প্রথম নারী যা বললেল

অনলাইন ডেস্ক

শুরুতেই চীন সরকার পদক্ষেপ নিলে অনেক কম মানুষের মৃত্যু হতো বলে জানিয়েছেন চীনের হুবেই প্রদেশের উহানের করোনা আক্রান্ত এক ব্যক্তি।

গত ফেব্রুয়ারিতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ৫৭ বছর বয়সের করোনা আক্রান্ত ওই নারী।

উই গুইশিয়ান নামে ওই নারী উহানের হুনান মার্কেটে বাগদা চিংড়ি বিক্রি করতেন। প্রথমে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ২৭ জনের মধ্যে তিনি একজন।

গত বছরের ১০ ডিসেম্বর তার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পায়। কিন্তু ওই সময় তিনি এবং চিকিৎসকরাও বিষয়টি বুঝতে পারেননি। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে সুস্থ না হলে একপর্যায়ে তাকে উহান হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ততদিনে তার সংস্পর্শে আসেন বহু মানুষ।

তিনি বলেন, ডাক্তাররা আমাকে জানিয়েছেন আমি জটিল রোগে আক্রান্ত হয়েছি। ওই সময় মেয়ে তার বিছানার পাশে বসে কাঁদছিল। বড় মেয়ে সার্বক্ষণিকভাবে পাশেই থাকছিল এই ভেবে যে, মা না জানি কখন মারা যায়।

তার পাশেই দোকান দেওয়া আরেকজন তিনি আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হন। অবশ্য জানুয়ারিতে উই গুইশিয়ান সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

সূত্র : বিজনেস ইনসাইডার 

নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ

সম্পর্কিত খবর