নাটোরে করোনা নিয়ে জনসচেতনতায় মাঠে র‌্যাব

নাটোরে করোনা নিয়ে জনসচেতনতায় মাঠে র‌্যাব

নাসিম উদ্দীন নাসিম, নাটোর

নাটোরে করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতায় মাঠে নেমেছে র‌্যাব-৫ এর সদস্যরা। র‌্যাব সদস্যরা শহর ও

শহরতলীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণের পাশাপাশি মাইকে সকলকে করোনা সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।

এদিকে, গত রাতে করোনা সংক্রমণ সন্দেহে বাগাতিপাড়ার এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তির পর ওই ছাত্রের বাড়ি সহ ৭টি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।

তবে ওই ছাত্রটি আজ সকাল থেকে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন নাটোরের সিভিল সার্জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ওই বিশ্ববিদ্যালয় ছাত্রকে আইসোলেশন ইউনিটে ভর্তি ব্যতীত নতুন করে
কাউকে পাওয়া যায়নি। বর্তমানে হোম কোয়ারেন্টিতে রয়েছেন ১৯৬ জন এবং হোম কোয়ারেন্টির মেয়াদ শেষ হয়েছে ২২৬ জনের।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর