নারী এসিল্যান্ডকে ধর্ষণের হুমকিদাতা ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

নারী এসিল্যান্ডকে ধর্ষণের হুমকিদাতা ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

যশোরের মনিরামপুর উপজেলার আলোচিত এসিল্যান্ড (ভূমি) সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে জাফর আহমেদ নামে ব্যাংক এক কর্মকর্তাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

একটি বেসরকারি ব্যাংকের ওই কর্মকর্তাকে যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তারের পরই রোববার যশোরের মনিরামপুরে পাঠানো হয়েছে।

এর আগে ওই নারী এসিল্যান্ডকে ধর্ষণের হুমকির ব্যাপারে প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্যাংক কর্মকর্তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ফুসে ওঠেন ক্ষুব্ধ মহল।

ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাজাহান সাজু সাংবাদিকদের জানান, ফেসবুকে এসিল্যান্ড সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকিসহ অশ্লীল বক্তব্য প্রচারের অভিযোগে একটি ব্যাংকের কর্মকর্তা জাফরকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে দুই বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনায় ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি দেওয়ার কথাও বলেছেন জনপ্রশাসন সচিব।

এরপরও ওই নারী কর্মকর্তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ঝড় ওঠে।

এ ঘটনায় মনিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা অপমানিত ওই বৃদ্ধদের বাড়িতে গিয়ে ক্ষমা প্রার্থনাও করেন। এসব বিষয় নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে সেখানে আপত্তিকর বিষয় লেখেন ব্যাংক কর্মকর্তা জাফর আহমেদ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর