এক মাস ফ্রি করা হোক ফোন কল

এক মাস ফ্রি করা হোক ফোন কল

অনলাইন ডেস্ক

আগামী একমাস ফোনের আউট গোয়িং ও ইনকামিং কল চার্জ সম্পূর্ণ ফ্রি করার দাবি জানিয়েছে ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেস। এ ব্যাপারে মোবাইল পরিষেবা সংস্থাগুলোকে চিঠিও দিয়েছে দলটি।

কংগ্রেসের পক্ষ থেকে চিঠি পাঠিয়েছেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

রাজ্যে রাজ্যে আটকে পড়েছে হাজারো শ্রমিক।

অনেকে বাড়ি ফেরার চেষ্টা করেও যেতে পারেননি। বহু শ্রমিক কাজের জায়গায় আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে ফোন আসা-যাওয়া ফ্রি করার দাবি তুলল কংগ্রেস।

প্রিয়াঙ্কা জানিয়েছেন, মুকেশ আম্বানি (জিও), কুমার মঙ্গলম বিড়লা (ভোডাফোন ও আইডিয়া), পিকে পারওয়ার (ভারত সঞ্চার নিগম লিমিটেড) ও সুনীল ভারতী মিত্তালকে (ভারতী এয়ারটেল) চিঠি লিখে এই দাবি জানানো হয়েছে।

পরিযায়ী শ্রমিকরা যে কী ভয়াবহ অবস্থার মধ্যে বিভিন্ন রাজ্যে রয়েছেন সেই ছবি গত কয়েকদিন ধরেই উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে।

যে ভাবে শ্রমিক-মজুররা ঘরমুখো হচ্ছেন তা নিয়ে শুক্রবার রাতেই ভিডিও বার্তায় উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রিয়ঙ্কা।   বলেছিলেন, এই পরিস্থিতি সরকার দ্রুত নিয়ন্ত্রণ করুক।

এর আগে, গত ২৩ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জনকল্যাণ সেসের টাকা থেকে নির্মাণ শ্রমিকদের অনুদান দেওয়ার দাবি জানিয়েছিলেন অন্তর্বর্তী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

এবার পরিযায়ী শ্রমিকদের জন্য ফোন কল ফ্রি করার দাবি জানিয়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে চিঠি লিখল কংগ্রেস।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর