চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ দূরত্ব লংঘনের প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ দূরত্ব লংঘনের প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন সামাজিকভাবে নিরাপদ দূরত্বে থাকার জন্য গণবিজ্ঞপ্তি প্রচারসহ পুলিশ মাইকে প্রচারণা চালিয়ে গেলেও চাঁপাইনবাবগঞ্জে যেন নিরাপদ দূরত্ব লংঘনের প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ শহরের দুটি বাজারসহ বিভিন্ন স্থানে লোকজনের সমাগম লক্ষ্য করা গেছে।  

ছোটখাটো অনেক দোকানপাট খোলা রাখা হয়েছে, সেখানে জটলা পাকাচ্ছে সাধারণ মানুষ। এমনকি মোটরসাইকেলে একসাথে ৩ জনকে দেখা যাচ্ছে অহরহ।

এতে করোনাভাইরাস ঝুঁকির মধ্যে রয়েছে অনেকেই। কারণ অনেক দোকানদারসহ কাঁচাবাজার ব্যবসায়ীদের মাস্কসহ হ্যান্ড গ্লাভস পড়তে দেখা যাচ্ছে না।

এদিকে বুধবার সকালে নাচোল উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে সোনাইচন্ডী হাট। সকালে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের সোনাইচন্ডী হাট বসানোর চেষ্টা করা হলে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তা বন্ধ করে দেন।

পরে উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সেনাসদস্যরা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল