রূপগঞ্জে ৫ হাজার দরিদ্র মানুষের পাশে বসুন্ধরা গ্রুপ

রূপগঞ্জে ৫ হাজার দরিদ্র মানুষের পাশে বসুন্ধরা গ্রুপ

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর ডাকে সাড়াদিয়ে করোনা ভাইরাস মোকাবেলায় বসুন্ধরা গ্রুপ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভাভুক্ত বিভিন্ন এলাকার ৫০ হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেবে।  

আজ বুধবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বসুন্ধরা গ্রুপের পক্ষে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল বাশার টুকু প্রমুখ।

এ সময় রফিকুল ইসলাম রফিক বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসে।

তাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে সারা রূপগঞ্জের ৫০ হাজার দিনমজুর, দুস্থ পরিবারের প্রায় দুই লাখ লোকের বাড়ি বাড়িতে আমরা খাদ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।  

আজ কায়েতপাড়া ইউনিয়নের প্রায় ১০ হাজার লোকের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। পৌঁছে দেওয়া হয়েছে চাল, ডাল, তেল, আটা, আলু সাবান, মাস্ক। পর্যাক্রমে আরও ৪০ হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল