‘তামাক’ থেকে করোনার ভ্যাকসিন তৈরি

‘তামাক’ থেকে করোনার ভ্যাকসিন তৈরি

অনলাইন ডেস্ক

কভিড-১৯ করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে মনোনিবেশ করেছে আমেরিকান টোবাকো। খবরটি অন্যরকম মনে হলেও এটাই সত্য।

তারা জানিয়েছে, তামাকজাতীয় গাছ থেকে কভিড-১৯ করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করছে তারা। গার্ডিয়ান ও সিএনএন ১ এপ্রিল এ খবর প্রকাশ করেছে।

লন্ডন ভিত্তিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো সাধারণত নানা ব্রান্ডের সিগারেট তৈরি করে। ধূমপান করেন এমন ব্যক্তিদের করোনায় স্বাস্থ্য ঝুঁকিও বেশি। এখন তারা মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান কেনটাকি বায়োপ্রসেসিংয়ে করোনার ভ্যাকসিনের প্রি-ক্লিনিকাল টেস্ট করছে।  

কোম্পানি বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে তারা সঠিক অংশীদার ও সরকারির সংস্থাগুলোর সহায়তায় আগামী জুন থেকে প্রতি সপ্তাহে ভ্যাকসিন সরবরাহ করতে পারবে।

প্রথাগত উপায়ের চেয়ে তামাকজাতীয় গাছ থেকে দ্রুত  ও নিরাপদ ভ্যাকসিন তৈরি সম্ভব।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর