টাঙ্গাইলের বাজারে-রাস্তার গোলিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

টাঙ্গাইলের বাজারে-রাস্তার গোলিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে সামাজিক দূরত্ব মানছে না জনগন। এতে করে করোনা ভাইরামস সংক্রমন  প্রতিরোধে নেয়া পদক্ষেপ কাজে আসছে না। যদিও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। জনগনকে অতি প্রয়োজন ছাড়া বের হতে নিষেধ করা হচ্ছে।

 

বিভিন্ন জায়গায় পুলিশ বের হওয়ার কারণ জানতে চাইছে। বিলি করছে প্রচার পত্র ও বের না হওয়ার জন্য সতর্ক করে মাইকিং করা হচ্ছে। এতো কিছুর পরও মানুষকে বাড়ি থেকে বের হওয়া থেকে বিরত রাখা যাচ্ছে না।

আজ সকালেও শহরের প্রধান পার্কবাজারে উপচে পড়া ভিড় দেখা গেছে।

মানুষ সামাজিক দূরত্ব না মেনেই বাজার করছে। এতে করে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ব্যবস্থা খুব একটা কাজে আসবে না বলে মনে করেছে বিশিষ্ট জনেরা।  

আর টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইন চার্জ জানালেন, জনগণ নিজ থেকে দায়িত্ব পালন না করলে সামাজিক দূরত্ব পালন করা সম্ভব হচ্ছে না। আমরা মাঠে কাজ করে যাচ্ছি যাতে করে জনগণ সামাজিক দূরত্ব মেনে চলাচল করে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল