করোনা আতঙ্কে রোগীশুন্য বাগেরহাট সদর হাসপাতাল

করোনা আতঙ্কে রোগীশুন্য বাগেরহাট সদর হাসপাতাল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন আতঙ্কে রোগীশুন্য হয়ে পড়েছে একমাত্র সদর হাসপাতাল। বাগেরহাট জেলা শহরের একমাত্র ১০০ শয্যার এই সরকারি হাসপালটিতে আগে যেখানে রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হতো।

হাসপাতালের বেড ছাড়াও বারান্দায়ও রোগীতে ঠাসা থাকতো সেখানে এখন প্রায় রোগী শুন্য থাকায় হাসপাতালের খালী বেডগুলো খা-খা করছে। ইনডোর ও আউটডোরে রোগীর না থাকায় এক প্রকার ভূতুড়ে আবস্থা বিরাজ করছে।

করোনা আতঙ্কের কারণে প্রানভয়ে রোগীরা আসপাতালে আসছেন না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।  

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলফার হোসেন আজ দুপুরে জানান, মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন আতঙ্কে এখন রোগীশুন্য প্রায় বাগেরহাট সদর হাসপাতাল।  

বাগেরহাট জেলা শহরের একমাত্র ১০০ শয্যার এই সরকারী হাসপালটিতে প্রতিদিন যেখানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য সেবা নিতে আউটডোরে ৫০০ থেকে ৫৫০ রোগীর আসতো।  

করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ার পর এখন সেখানে রোগী আসার সংখ্যা কমে ১০০জনে এসে দাড়িয়েছে।

প্রতিদিন যেখানে ১০০ থেকে ১৫০ রোগীকে হাসপাতালে ভর্তি করা হতো। সেখানে এখন নতুন কোন রোগী ভর্তি হতে আসছেনা।   

এখন হাসপাতালে মহিলা-শিশুসহ সর্বমোট ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। রোগীরা সুস্থ্য হয়ে বাড়ি ফেরারর সাথে সাথে হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যাও কমে আসছে।    

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল