শুক্রবারের মধ্যে ১ হাজার ব্যক্তির নমুনা পরীক্ষা হবে

শুক্রবারের মধ্যে ১ হাজার ব্যক্তির নমুনা পরীক্ষা হবে

অনলাইন ডেস্ক

দেশব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষণ থাকা এমন কমপক্ষে এক হাজার ব্যক্তির নমুনা শুক্রবারের মধ্যে পরীক্ষা করা হবে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক মো. হাবিবুর রহমান।

তিনি জানান, আজকের মধ্যে প্রতিটি উপজেলা থেকে অন্তত দুজন সন্দেহভাজন কোভিড-১৯ আক্রান্তের নমুনা সংগ্রহ করতে দেশের সব বিভাগীয় হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনদের নির্দেশন দেয়া হয়েছে। পরে নমুনাগুলো পরীক্ষা করে দেখা হবে যে করোনা ভাইরাস আছে কি না।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার সরকার জানিয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ছয়জন মারা গেছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল