মালয়েশিয়া আটকা পড়াদের হাই কমিশনের যোগাযোগের অনুরোধ

মালয়েশিয়া আটকা পড়াদের হাই কমিশনের যোগাযোগের অনুরোধ

শাহাদাত হোসেন মালয়েশিয়া থেকে:

১৮ই এপ্রিল থেকে মালয়েশিয়ায় চলমান মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) সম্প্রতি বাংলাদেশ থেকে ভ্রমণ ভিসা বা অন্যান্য ভিসায় এসে যেসব বাংলাদেশি নাগরিক আটকে পড়েছেন তাদেরকে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আটকে পড়াদের (১) নাম, (২) পাসপোর্ট নাম্বার, (৩) মালয়েশিয়ার ঠিকানা, (৪) ফোন নম্বর ইমেইলে অথবা মোবাইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

mission.kualalumpur@mofa.gov.bd

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে স্থবির হয়ে রয়েছে ওটা মালয়শিয়া এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে এই পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছে ৩১১৬ মৃত্যু হয়েছে৫০ জনের এখনো পর্যন্ত কোন বাংলাদেশের আক্রান্ত খবর পাওয়া যায়নি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল