করোনা পরিস্থিতিতে মধ্যবিত্তের পাশে দাঁড়াতে চায় পুলিশ

করোনা পরিস্থিতিতে মধ্যবিত্তের পাশে দাঁড়াতে চায় পুলিশ

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের সাহায্যের পাশাপাশি পুলিশ এবার মধ্যবিত্ত শ্রেণির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়।  পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, লোকলজ্জার ভয়ে বিপদে থাকলেও সাহায্যের জন্য হাত বাড়াতে পারে না মধ্যবিত্ত শ্রেণি। খাবারের জন্য তারা ফোন করলেই বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসবে পুলিশ। এক্ষেত্রে সহযোগিতা গ্রহণকারীর পরিচয় গোপন রাখা হবে।

আজ ডিএমপি'র ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে কিছু নম্বর দিয়ে বলা হয়েছে, দুর্যোগের সময় বেশি বিপদে পড়ে সমাজের মধ্যবিত্ত শ্রেণি। লোকলজ্জার ভয়ে তাঁরা সাহায্যের জন্য ত্রাণের লাইনেও দাঁড়াতে পারেন না, আবার অন্যের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করতেও কুন্ঠিত হন। সরকারের নির্দেশাবলি ও পুলিশের অনুরোধ মেনে হোম কোয়ারেন্টাইনে আছেন এমন পরিবারের প্রতি বাংলাদেশ পুলিশ গভীরভাবে সমানুভূতিশীল।

এদের মধ্যে যারা খাদ্য কষ্টে আছেন, তাঁদের জন্য পুলিশের পক্ষ থেকে রয়েছে বিশেষ খাদ্য উপহার।  

পোস্টে লেখা হয়েছে, ডিএমপির কয়েকটি ইউনিট, ঢাকা জেলা পুলিশ ও সিএমপি মধ্যবিত্তের জন্য কয়েকটি সেলফোন নম্বর সরবরাহ করেছে। প্রকৃতপক্ষে বিপদাপন্ন সম্মানিত নাগরিকগণ কল করে নিত্য প্রয়োজনীয় খাবারের কথা বললে পুলিশ আপনার বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসবে। এক্ষেত্রে আপনার সামাজিক অবস্থান বিবেচনা করে পুলিশ আপনার পরিচয় প্রকাশ করা থেকে বিরত থাকবে।

মধ্যবিত্ত পরিবারগুলোর উদ্দেশে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‌‌‌''মধ্যবিত্ত পরিবারের সম্মানিত সহযাত্রীগণ, আপনাদের এই সহযোগিতাটুকু গ্রহণ করার জন্য দয়া করে নিচের যে কোনো একটি নম্বরে ফোন করুন যে কোনো সময়..''

#গুলশান বিভাগ, ডিএমপি
এডিসি এডমিন: ০১৭১৩-৩৯৮৫৭৪

#মতিঝিল ডিভিশন, ডিএমপি
এসি খিলগাঁও: ০১৭১৩৩৯৮৫২০
ওসি রামপুরা: ০১৭১৩৩৯৮৫২৬  
ওসি খিলগাঁও: ০১৭১৩৩৭৩১৫৪

#ওয়ারী ডিভিশন, ডিএমপি
ওসি, যাত্রাবাড়ি: ০১৭১৩৩৭৩১৪৬

#রমনা ডিভিশন, ডিএমপি
এডিসি (ধানমন্ডি জোন): ০১৭১৩৩৭৩১২২

#ঢাকা জেলা পুলিশ 

এডিশনাল এসপি (এডমিন)
 ০১৭১৩৩৭৩৩২১
এডমিশন এসপি (অপরাধ-উত্তর)
০১৭১৩৩৭৩৩২৩
এডিশনাল এসপি (অপরাধ-দক্ষিণ)
০১৭১৩৩৭৩৩২৬
এডিশনাল এসপি (ডিএসবি)
০১৭৬৯৬৯১০২৬
এডিশনাল এসপি (সাভার সার্কেল)
০১৭১৩৩৭৩৩২৫
এডিশনাল এসপি(কেরানীগঞ্জ সার্কেল)
০১৭১৩৩৭৩৩২৪
এএসপি (ডিএসবি): ০১৭৩০৩৩৬৩২৮
এএসপি(দোহার সার্কেল): 01730336329
এএসপি(এসএএফ): ০১৭৬৯৬৯০০৬৯
ওসি, সাভার: ০১৭১৩৩৭৩৩২৭
ওসি, ধামরাই: ০১৭১৩৩৭৩৩২৮
ওসি, কেরানীগঞ্জ: ০১৭১৩৩৭৩৩২৯
ওসি, নবাবগঞ্জ: ০১৭১৩৩৭৩৩৩০
ওসি, দোহার: ০১৭১৩৩৭৩৩৩১
ওসি, আশুলিয়া: ০১৭১৩৩৭৩৩৩২
ওসি, দক্ষিণ কেরানীগঞ্জ: ০১৭১৩৩৭৩৩৩৩
ঢাকা জেলার সার্বিক তত্বাবধানেঃ এসপি, ঢাকা জেলা:০১৭১৩-৩৭৩৩২০

#সিএমপি 

‌সিএমপি হটলাইন: ‌০১ ৪০০-৪০০ ৪০০ , ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০

কোতোয়ালী থানা: ০১৭৬৯-৬৯৫৬৬৫
বাকলিয়া থানা: ০১৭৬৯-৬৯৫৬৬৭
চকবাজার থানা: ০১৭৬৯-৬৯৫৬৭৯
সদরঘাট থানা: ০১৭৬৯-৬৯৫৬৮০
চাঁদগাও থানা: ০১৭৬৯-৬৯৫৬৬৯
পাঁচলাইশ থানা: ০১৭৬৯-৬৯৫৬৭০
বায়েজিদ বোস্তামী থানা: ০১৭৬৯-৬৯৫৬৬৮
খুলশী থানা: ০১৭৬৯-৬৯৫৬৬৬
ডবলমুরিং থানা: ০১৭৬৯-৬৯৫৬৭১
হালিশহর থানা: ০১৭৬৯-৬৯৫৬৭৩
পাহাড়তলী থানা: ০১৭৬৯-৬৯৫৬৭২
আকবরশাহ থানা: ০১৭৬৯-৬৯৫৬৭৮
বন্দর থানা: ০১৭৬৯-০৫৮১৪৯, ০১৭৬৯-৬৯৫৬৭৪ 
ইপিজেড থানা: ০১৭৬৯-৬৯১১০৬, ০১৭৬৯-৬৯৫৬৭৭
পতেঙ্গা থানা: ০১৭৬৯-০৫৮১৫০, ০১৭৬৯-৬৯৫৬৭৫
কর্ণফুলী থানা: ০১৭৬৯-০৫৮১৫১, ০১৭৬৯-৬৯৫৬৭৬