করোনায় ইনডিপেনডেন্ট টিভির এক কর্মী আক্রান্ত
কোয়ারেন্টিনে ৪৭ জন

করোনায় ইনডিপেনডেন্ট টিভির এক কর্মী আক্রান্ত

অনলাইন ডেস্ক

বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টের এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ওই টেলিভিশনের ৪৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে ইনডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আক্রান্ত কর্মী দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

এম শামসুর রহমান বলেন, ইনডিপেনডেন্ট টিভির যে সহকর্মী আক্রান্ত হয়েছেন তিনি শেষ অফিস করেছেন গত ২৬ মার্চ। ওই রাতে তিনি মুঠোফোনে নিজের উপসর্গের কথা অফিসকে অবহিত করেন। এর পর থেকে তিনি নিজ থেকেই কোয়ারেন্টিনে ছিলেন।

এরপর পরীক্ষা করে জানা গেছে উনি আক্রান্ত। ওই কর্মীর সংস্পর্শে আসা টেলিভিশনের ৪৭ জন কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অন্য কোনো সহকর্মীর আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ দেখা দেয়নি।

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের কর্মীদের ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয়। সংকটটি বড় হয়ে উঠছে। দয়া করে বাড়িতে থাকুন। ’

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল