আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই: ফুটবলার রেহানা

আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই: ফুটবলার রেহানা

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের প্রকোপে একের পর এক দেশ কার্যত মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। বাংলাদেশেও থাবা বসিয়েছে করোনা। চীনে সৃষ্ট এ ভাইরাসে এখন পর্যন্ত ৭০ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

এ জন্য গত ২৬ মার্চ থেকে দুদফায় ৯ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে গণপরিবহন। এতে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ।

তবে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান এই সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এবার সাবেক জাতীয় নারী ফুটবলার রেহানা পারভীন দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে।  

নিজ বাড়ি কুড়িগ্রামের মরাকুটে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে বিতরণ করেছেন শুকনো খাবার।

রেহানা জানান, নিজের সাধ্যমত মুড়ি, চিড়া, বিস্কুট, মাস্ক ও সাবান বিতরণ করেছি। আমি ১০০ জন অসহায় মানুষের বাড়িতে গিয়ে এসব দিয়েছি। এভাবে সবাই নিজের অর্থায়নে অসহায় মানুদের পাশে দাঁড়াতে পারেন। সরকারের একার দায়িত্ব না। আসুন আমরা যে যতটুকু পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াই।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর