১০ ট্রাক খাদ্য বিতরণ করলেন জাফরুল্লাহ চৌধুরী

১০ ট্রাক খাদ্য বিতরণ করলেন জাফরুল্লাহ চৌধুরী

অনলাইন ডেস্ক

বর্তমানে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দেওয়ায় কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন পেশার মানুষ। বিশেষ করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দেশের এমন পরিস্থিতে নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

গত শুক্রবার বিকাল ৩ টায় ধানমন্ডিস্থ গণস্বাস্থ্যের সামনে থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজে উপস্থিত থেকে বিভিন্ন এলাকায় ১০ ট্রাক খাদ্য সামগ্রী পাঠিয়ে বিতরণ করার ব্যবস্থা করেছে।

এই খাদ্যসমগ্রি কামরাঙ্গির চর, গাজীপুরে টঙ্গি, শ্রীপুর, সাভারের পলাশবাড়ী, রাজবাড়ীর দৌলদিয়া, গাইবান্ধা ও পাবনায় পাঠানো হয়েছে। প্রত্যেক ট্রাকে ২৫০ প্যাকেট খাবার রয়েছে। প্রতিটি প্যাকেটে ১৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, পাঁচ কেজি আলু, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ২০০ গ্রাম সরিষার তেল, ৫০ গ্রাম শুকনা মরিচ এবং ১টি সাবান রয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের এই উদ্যোগ প্রতিমাসে দেয়ার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

 

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল