সিলেটে চিকিৎসক করোনা আক্রান্ত

সিলেটে চিকিৎসক করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক

সিলেটে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। তিনি পেশায় চিকিৎসক। করোনা ভাইরাস আক্রান্তের খবরে সিলেটের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিছুর রহমান জানান, আইইডিসিআর গত ২৪ ঘণ্টায় যে ১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্তের কথা বলেছে।

তার মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন। তার শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর তার বাসা লকডাউন করে রাখা হয়েছে।  

সিলেটে এতোদিন করোনা ভাইরাসের কোনো রোগী শনাক্ত না হওয়ায় স্বস্তিতে ছিলেন এ অঞ্চলের মানুষ। আজ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর সিলেটের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

আক্রান্ত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। তার বাসা নগরীর হাউজিং এস্টেটে। তিনি নগরীর সোবহানীঘাটস্থ এলাকায় রোগী দেখতেন।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর