নতুন রোগী শনাক্ত হওয়ায় শিবচরে প্রশাসনের হুঁশিয়ারি

নতুন রোগী শনাক্ত হওয়ায় শিবচরে প্রশাসনের হুঁশিয়ারি

বেলাল রিজভী, মাদারীপুর

বিশ্ব জুড়ে করোনা ভাইরাস আতঙ্ক ও সংক্রমণ বৃদ্ধি এবং শিবচরে নতুন রোগী শনাক্ত হওয়ায় উপজেলা জুড়ে ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট ও গণপরিবহন বন্ধ রাখতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে ৩ ঘণ্টাব্যাপী শিবচর উপজেলা প্রশাসন আয়োজিত এক মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 আজ বেলা ২ টা থেকে শিবচর উপজেলার পৌরবাজারসহ উপজেলা জুড়ে সকল বাজারের ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট ও গণপরিবহন বন্ধ রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষণার পর থেকেই শিবচর উপজেলা জুড়ে সেনা বাহিনীসহ আইনসৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

জনসমাগম রোধে দফায় দফায় র‌্যাব, সেনাবাহিনীসহ আইনসৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি করোনা ঝুঁকিতে শিবচরকে সর্বাধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গতকাল শিবচরে তিনজন রোগী শনাক্ত হওয়ায় আজ দুপুরে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে জরুরি মতবিনিময় সভায় নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর