ডায়রিয়া আক্রান্ত শিশুকে হাসপাতালে পৌঁছে দিলেন মেয়র

ডায়রিয়া আক্রান্ত শিশুকে হাসপাতালে পৌঁছে দিলেন মেয়র

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের কারণে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে যখন সিংড়া পৌর শহরের চলনবিল গেট এলাকা প্রায় জনমানব শূন্য। তখন হঠাৎ সিয়াম হোসেন নামে এক-দেড় বছরের শিশুকে নিয়ে তার বাবা-মায়ের ছুটাছুটি। ডায়রিয়া আক্রান্ত শিশুটিকে দ্রুত হাতপাতালে নিতে হবে। কিন্তু কোন যানবাহনের দেখা নেই।

বিষয়টি পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের দৃষ্টিগোচর হয়। সঙ্গে সঙ্গে তার টহলরত ‘চলো’ পরিবহনে শিশুটিকে নিয়ে নিজে দ্রুত হাসপাতালে ছুটে গেলেন ও চিকিৎসার ব্যবস্থা করলেন।  

শিশুটির বাবা কাউছার আহমেদ বলেন, পৌর মেয়র এই বিপদে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছে দেয়া যেন এক বিশাল মানবতা।

পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, সম্প্রতি সিংড়া পৌরসভায় ১০টি ব্যতিক্রমধর্মী ই-রিকশা ‘চলো’ পরিবহন চালু করা হয়েছে।

এই দুর্যোগের মুহূর্তে পৌরসভার পক্ষ থেকে চলো পরিবহন ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে। আর তিনি নিজেও একটি চলো গাড়ি চালিয়ে এলাকার খোঁজ নেয়ার পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল